জকিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে জাপার ফারুক মেয়র নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৭:৪২ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের জকিগঞ্জের পৌরসভার উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জকিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মালিক ফারুক মেয়র নির্বাচিত হয়েছেন।
তালা প্রতীক নিয়ে ২২৯৬ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জাপা নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক চশমা প্রতীক নিয়ে ১৫৫৫ ভোট পেয়েছেন।
জকিগঞ্জের পৌরসভার উপ-নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১০ হাজার ১৩০। উপনির্বাচনে ৭ হাজার ৩শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জকিগঞ্জ পৌরসভার মেয়র ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সোনা উল্লাহর মৃত্যুতে পৌর মেয়রের পদটি খালি হয়।