সিলেটে বাস ধর্মঘট চলছে
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৭:১৫ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে সিএনজি চালকদের হামলায় বাস ও ট্রাক ভাঙচুরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রবিবার সকাল থেকে সিলেট জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকে এ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস না ছাড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এদিকে ধর্মঘট চলাকালে সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রবেশকারী অন্তত ৩টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। আন্দোলনকারী বাস চালকরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে সিএনজি চালিত অটোরিকশা ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাস ও ট্রাক ভাঙচুর করেন সিএনজি চালকরা।
ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ধর্মঘটের আহ্বান করেন সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট জেলায় রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
এদিকে, নগরীতে যথারীতি সিএনজি অটোরিকশা চলাচল করছে। তবে, সিএনজি অটোরিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা।