জুড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৪, ১:৪৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মোকামটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৭ অক্টোবর শুক্রবার রাতে ৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে।
বিজিবির কর্মকর্তারা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের মোকামবাড়ী সীমান্ত দিয়ে তিন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালান। এ সময় বিজিবির টহলদল ধাওয়া করে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামের মোসলেক মিয়া (২৪), জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের সিদ্দিকুর রহমান (২২) ও জকিগঞ্জ উপজেলার নন্দীশ্রী গ্রামের সাবেল আহমদকে (৩০) আটক করে। সাবেল দুবাই প্রবাসী বলে জানা গেছে।
এ ঘটনায় রাতেই বিজিবির ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্পের নায়েক জিতেন্দ্র ঘোষ বাদী হয়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
জুড়ী থানার ওসি গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন পূর্বদিককে জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।