মৌলভীবাজারে আল ইসলাহ ও তালামীযের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৪, ১২:৪৩ অপরাহ্ণ
শহর প্রতিনিধ ::
মৌলভীবাজার আন্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়ার নেতৃবৃন্দের সাথে আল ইসলাহর ইউকে সদস্য জুনায়েদ আহম্মদ খানের আজ ১৮ অক্টোবর শনিবার বিকেলে হোটেল গোল্ডেন ইনের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা আন্জুমানে আল ইসলাহ সভাপতি মাও. মুফতি শামসুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল ইসলার মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. এম এ আলীম, মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাও. সৈয়দ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাও. মোকতাদির হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী, সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব প্রমুখ।
আল ইসলাহর ইউকে সদস্য জুনায়েদ আহম্মদ খান বলেন, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামীয়া ও আন্জুমানে আল ইসলাহর কাজ সারা বিশ্বেই তরান্বিত গতিতে চলছে। এ কাজকে আরো গতিশীল করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান । তিনি বলেন, বিশ্বের সব জায়গাতে আহলে সুন্নাত অল জামাতের আকিদা বিশ্বাসের উপর বাতিল পন্থিরা বিভিন্নভাবে হামলা করছে। তাদের এ হামলা প্রতিহত করতে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়ার নেতা কর্মীকে আরও সক্রিয় ও দক্ষ হতে হবে। মনে রাখতে হবে যখনই আমরা সর্বক্ষেত্রে আমাদের অবস্থান সুসংহত করে ফেলব তখন আমাদের বন্ধু সংখ্যা যেমন বাড়বে তেমনই শত্রু সংখ্যাও বৃদ্ধি পাবে। এজন্য আমাদের সতর্কতার সহিত কাজ করতে হবে।