ছাত্রদলের বিক্ষুব্ধদের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান, বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৪, ৭:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ভেঙে দেওয়ার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সংগঠনটির বিক্ষুব্ধ অংশ। পদবঞ্চিতসহ বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা আজ শনিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কমিটি পুনর্গঠনের দাবিতে তারা বিক্ষোভ করেন।
গত ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে নতুন কমিটি ঘোষণার পর গত তিনদিন ধরেই বিক্ষুব্ধরা নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে। এতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে।
এ দিকে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিএনপি কার্যালয়ের পূর্বপাশে রাখা হয়েছে রায়টকার, এপিসি কার, জল কামান এবং প্রিজনভান। এছাড়াও আশপাশে পুলিশের অবস্থা গত কয়েকদিনের চেয়ে আজকে বেশি বৃদ্ধি করা হয়েছে।