মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৪, ৬:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
তারা হলেন- উপজেলার চরবাউশিয়া গ্রামের প্রয়াত লাবুর ছেলে অটোরিকশা চালক সিরাজ মিয়া (৪৫) ও গুয়াগাছিয়া বালুরচর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী অটোরিকশা যাত্রী সালেহা বেগম (৪০)।
নিহত সালেহা বেগম গুয়াগাছিয়া ইউনিয়নের একটি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা ছিলেন।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে ‘নূহা-নিহা পরিবহনের’ একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে এবং দুপুর ১টার দিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।