শ্রীমঙ্গলে দিনব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অন সিড টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৪, ৫:৪৬ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
বিএডিসি তত্বাবধানে বিএডিসি হিমাগার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অন সিড টেকনোলজির আওতায় আলুবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কর্মশালা গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার শ্রীমঙ্গলের বিএডিসি হিমাগার অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ডিএই, বিএডিসি, এসআরডিআই এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পারিচালক (গবেষণা) ও কোর্স সমন্বয়ক প্রফেসার এএফএম সাইফুল ইসলাম ও বিএডিসি হিমাগার শ্রীমঙ্গলের উপপরিচালক (টিসি) সুপ্রিয় পাল। কর্মশালায় এ অঞ্চলে আলুবীজ এবং অন্যান্য ফসলের মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে চায়ের বিভিন্ন জাতের গবেষণা কার্যক্রম, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ পদির্শন করেন।