শাহজালালে ৪ কোটি টাকা মূল্যের ৬৪ টি স্বর্ণের বারসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৪, ৫:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিমানবন্দর শুল্কগোয়েন্দা।
আজ ১৮ সেপ্টেম্বর শনিবার সকালে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় চার কোটি টাকা।
বিমানবন্দর শুল্কগোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক অরিনদম চাকমা জানান, সকাল ৯ টার দিকে আমিরাত এয়ালাইন্সের (পিকে ৫৮২) ফ্লাইটে দুবাই থেকে বিমানন্দরে অবতরণ করেন লতিফ।
তিনি জানান, পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে তার কাছে থাকা ব্যাগের ভেতর সিগারেটের কার্টুন থেকে ৬৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় চার কোটি টাকা।
শুল্কগোয়েন্দা কর্মকর্তা জানান, স্বর্ণ উদ্ধারের পর লতিফকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। লতিফ চট্টগ্রামের সাতকানিয়ার আব্দুল গফুরের ছেলে।