ইবোলা মোকাবিলায় আরো অর্থ চায় জাতিসংঘ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ২:১৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রাণঘাতী রোগ ইবোলা মোকাবিলায় আরো অর্থ সহায়তা চেয়ে এক জরুরি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলছেন, ইবোলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেপ্টেম্বরে একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করতে তিনি ১০০ কোটি ডলার চেয়েছিলেন, কিন্তু এ পর্যন্ত তিনি মাত্র ১ লাখ ডলার পেয়েছেন। তবে জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং ত্রাণ সংস্থাগুলোকে বিভিন্ন দাতা দেশ ও সংস্থা ৪০ কোটি ডলার দিয়েছে। কিন্তু বান কি মুন বলেন, ট্রাস্ট ফান্ডটির জন্য তিনি প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র দুই কোটি ডলারের, আর শুধু একটি দেশ কলম্বিয়া তাদের প্রতিশ্রুত অর্থ দিয়েছে।
অন্য দিকে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেদসাঁ সঁ ফঁতিয়ে বলেছে, এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশগুলেঅতে যে সাহায্য ও জনবল পাঠানোর অঙ্গীকার পাওয়া গেছে, তাতে ইবোলা মহামারী মোকাবিলার ক্ষেত্রে কোন প্রভাব এখনো পড়ে নি। এমএসএফ বলছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার যে সেবা দেবার ক্ষেত্রে মূল দায়িত্বভারটা এখনো তাদেরই বহন করতে হচ্ছে।
ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওনে যে সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ করছে – এমএসএফ হচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান। পশ্চিম আফ্রিকার ওই দেশগুলোতে ইবোলা আক্রান্ত হয়ে অন্তত সাড়ে ৪ হাজার লোক মারা গেছেন।
এর বাইরে ইউরোপ ও আমেরিকাতেও ইবোলা আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকে বেশ কয়েকজন সংক্রামিত হয়েছেন – যাদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী।