কমিটি নিয়ে বিরোধের জেরে সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১:৫৯ অপরাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
নবগঠিত জেলা ও মহানগর কমিটি নিয়ে বিরোধের জেরে সিলেট নগরীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার বিকালে চৌহাট্টা এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৩০ মাস উপলক্ষে তার সন্ধান দাবিতে মিছিল-সমাবেশ শেষে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের নেতৃত্বে জিন্দাবাজার থেকে চৌহাট্টা যাওয়ার সময় শহীদ মিনারের সামনে হামলা করে প্রতিপক্ষের নেতাকর্মীরা। এ সময় চারটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং জহিরুল নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করা হয়।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান বলেন, “ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা ছাত্রদলের চারটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে ও জহিরুল নামের এক কর্মীকে মেরে আহত করেছে।”
অপরদিকে মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচন জানান, “সংঘর্ষে আমাদের কেউ আহত হয়নি।”
এর বাইরে কিছু বলতে রাজি হননি তিনি।
কোতোয়ালি থানার উপ-পরিদর্মক (এসআই) বিকাশ দাশ জানান, ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।