বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদারের আশা হাসিনা-পুতিনের
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১২:৫২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সাল দেলে কেরিয়াতিডি প্রাসাদে ইতালীর প্রেসিডেন্ট জর্জিও নেপলিতানোর দেয়া জমকালো নৈশভোজের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা ইউরেশিয়া- (এসেম) বৈঠকে যোগদানকারী দেশগুলোর বিশ্বের এই দু’টি অঞ্চলের উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বলে শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়।
তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছোট কন্যা রূপন্তি উপস্থিত ছিলেন।