কৈলাশটিলার ৭ নম্বর গ্যাসকূপ খনন শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১২:৪০ অপরাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। আজ ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের উপস্থিতিতে এ কাজ শুরু হয়।
এ সময় পেট্রোবাংলার পরিচালক কামরুজ্জামানসহ বাপেক্স ও পেট্রোবাংলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা (বাপেক্স) ২২০ কোটি টাকা ব্যয়ে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের এ কূপের খনন কাজ করছে।
২০১৩ মালের ১৭ সেপ্টেম্বর সিলেট সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কূপটির খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রকল্প পরিচালক কামরুল ইসলাম সর্দার সাংবাদিকদের জানান, এ কূপ থেকে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ৫শ’ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
আগামী চার মাসের মধ্যেই এ কূপের খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
এর আগে বাপেক্স সিসমিক জরিপ চালিয়ে এই নতুন কূপে তেল ও গ্যাসের সন্ধান পায়।
সিসমিক জরিপ অনুযায়ী কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭নং কূপে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও ৬৫৮ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে।