টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১২:২৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, আজ ১৭ অক্টোবর শুক্রবার ভোর ৪টার দিকে ঘারিন্দা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। মতি মিয়া (৫৫) ও নূর হোসেন মানিক (৩৫) নামের ওই দুই ব্যক্তি কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলার বাসিন্দা।
আহতদের মধ্যে জোসনা (১০), রুবেল (১৬), মুন্না (২৪), রাকিব (১৫), তাইজুল (১৭), সিরাজুল ইসলাম (২২), সাজেদুল হক (১৫), মান্নান (৪০), নাসির (১৫) নামে নয়জনের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে।
আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান মহাসড়ক পুলিশে সার্জেন্ট কামরুজ্জামান।
তিনি আরও জানান, ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে গাড়ি দুটি চালক পলাতক রয়েছে।