কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৪, ১০:৫৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া পৌরশহরের জয়পাশা গ্রামে গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজগৃহে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতির মিয়া (৫০) নামক এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ জানান, সকাল ১১টায় নিজ গৃহে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত সাতির মিয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাকে দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।