লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৪, ৯:৩৭ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে সাবেক ডাক ও টেলিযোগযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আগামী ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামি দল সমূহ। অন্যথায় আগামী ২৬ অক্টোবর দেশব্যাপী হরতালের হুমকি দিয়েছে ইসলামি দল সমূহের এ জোট।
জোটের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হজ্ব ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবি করছি। একইসঙ্গে লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে আগামী শুক্রবার জুমার নামাযের সময় দেশের সব মসজিদে বয়ান ও ২১ তারিখ পর্যন্ত গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সম্মিলিত ইসলামি দল সমূহের জোটে খেলাফত আন্দোলন, ইসলামিক পার্টি, মুসলীম লীগ, ওলামা মাশায়েখ পরিষদসহ বেশ কয়েকটি ইসলামি দল রয়েছে।