কুলাউড়ায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, ২ আরোহী আহত
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৪, ৯:০৮ পূর্বাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়ায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ১২নম্বর নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত ও ২ মোটর সাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সিলেট জ-১১০১৪৪ মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ১২ নম্বর নামক স্থানে আসার পর রাজনগরগামী (রেজিস্ট্রেশন বিহীন ) মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল চালক নিহত হয়েছে। এ সময় সাইকেল আরোহী আরও দুজন আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎষা শেষে গুরুতর আহত দুজনকে এম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ র্দুঘটনাস্থলে আসে এবং গাড়ি দুটি জব্ধ করে থানায় নিয়ে যায়। নিহত মোটর সাইকেল চালকের নাম মো. রেজা মিয়া তার বাড়ি রাজনগরের দাস পাড়ায়। মোটর সাইকেল আরোহী অপর ২ জনের মধ্যে ১ জন পুরুষ ও১ জন নারী রয়েছেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।