হবিগঞ্জের সাতছড়িতে অভিযানে আবারো অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৪, ৮:৪৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তিন মেশিনগান, মেশিনগানের চার ব্যারেল, আট ম্যাগজিন, আট চেন (ম্যাগজিন রাখার) ও ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) রেডিও সেট উদ্ধার করা হয়েছে।
আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৪ অক্টোবর শুরু হওয়া এ অভিযান আরো কয়েকদিন চলবে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব নাইন সিলেটের কমান্ডিং অফিসার উইং কমান্ডার রিয়াদ রায়হান রব্বানী জানান, সাতছড়ি জাতীয় উদ্যানের পাহাড়ের ওপর বালুর ছড়ার পাড়ের মাটি খুঁড়ে এসব উদ্ধার করা হয়।