শ্রীমঙ্গলে চাবাগান এলাকা থেকে মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৪, ৮:০৬ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন থেকে সুমতি প্রদান (৩৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উদনাছড়া চা বাগান এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত সুমতি প্রদান রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের চা শ্রমিক শুধর্ষন প্রদানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উদনাছড়া চা বাগানের পাহাড়ের পাশে সুমতি প্রদানের মৃতদেহ পড়ে থাকতে থেকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) রমা প্রসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সুমিতা পাহাড়ের উপর থেকে পরে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।