কলেজবাস খাদে পড়ে সিলেটে ছাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৪, ৭:১৫ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের একটি বাস খাদে পড়ে এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২২ শিক্ষার্থী আহত হয়েছেন।
নিহত রুবি বেগম (১৮) ওই কলেজের প্রথমবর্ষের ছাত্রী। তিনি দক্ষিণ সুরমার নাজিরবাজারের জাজর গ্রামের পঙ্খী মিয়ার মেয়ে বলে জানান কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়।
কলেজ অধ্যক্ষ আরো জানান, বাসটিতে ২৫ জন শিক্ষার্থী ছিলো। এর মধ্যে একজন নিহত ও আরো অন্তত ২২ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট হাসপাতালের ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান জানান, হাসপাতালে আনার পর পরই চিকিৎসকরা রুবি বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও পুষ্পা, নাদিয়া, নাজু, মাসুমা ইয়াসমীন সোমা, নাজনীন, লাকী, সীমা, খাদিজাসহ আহত কয়েকজন ছাত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল ব্যবস্থাপক।
সিলেট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম বর্ষের ছাত্রী মারুফা বেগমসহ কয়েকজনকে সিলেটর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি সিলেটের ওসমানী নগরের তাজপুর থেকে দক্ষিণ সুরমার লাউয়াইতে অবস্থিত কলেজে আসার পথে দুর্ঘটনার শিকার হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার (এসি) এন এম নাসির উদ্দিন।