ইবোলার প্রভাবে হুমকির মুখে পশ্চিম আফ্রিকার অর্থনীতি
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ১:৫০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মারাত্মক ব্যাধি ইবোলা পশ্চিম আফ্রিকার অর্থনীতির উপর প্রভাব ফেলছে বলে হুশিয়ার করে দিয়েছে জাতিসংঘ। লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে বহু বাজার বন্ধ হয়ে গেছে। এসব দেশে মানুষজন অন্যদের সংস্পর্শে আসতে ভয় পাচ্ছে। অন্যান্য ব্যাবসায়িক কার্যক্রম থমকে রয়েছে।
পশ্চিম আফ্রিকায় আক্রান্ত দেশগুলো থেকে আগেই ব্যবসা গুটিয়ে নিয়েছে অনেকে বিদেশি প্রতিষ্ঠান। এখন ঐ এলাকার অন্যতম আয়ের উৎস হীরা সহ অন্যান্য সম্পদের খনিগুলো তাদের উৎপাদন কমিয়ে এনেছে। বিদেশি বিশেষজ্ঞরা দেশ ছেড়ে চলে গেছে।
জাতিসংঘের একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেছেন, সিয়েরা লিয়নে কৃষকরা তাদের জমির ফসল ঘরে না তুলে ভয়ে মাঠেই রেখে দিয়েছে। ৪০ শতাংশের মতো কৃষি ফার্ম পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে তিনি জানান।
সবমিলিয়ে পশ্চিম আফ্রিকায় অর্থনীতির উপর চাপ বাড়ছে। ইবোলা সংক্রমণের আগে লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনি তিনটি দেশই অর্থনৈতিকভাবে বেশ অগ্রসর হচ্ছিল।
ওদিকে জাতিসংঘের ইবোলা বিষয়ক মিশনের প্রধান এন্টোনি ব্যানবারি বলেছেন ইবোলা রোধে ক্রমশই সময়ের কাছে হেরে যাচ্ছে সকল প্রচেষ্টা। তিনি বলেন, “যদি এই সংকটের থেকে আগে এগুনো না যায়, যদি টার্গেট মতো ইবোলা সংক্রমণ কমিয়ে না আনা যায় এবং ইবোলা আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তেই থাকে তবে যে পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি তা সংকট মোকাবেলায় কোনমতেই যথেষ্ট নয়”। ব্যানবারি হুশিয়ার করে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রতি সপ্তায় নতুন করে ১০ হাজার মানুষ ইবোলায় আক্রান্ত হবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
গত ডিসেম্বরে ইবোলা সংক্রমণ শুরুর পর থেকে পশ্চিম আফ্রিকায় সাড়ে চার হাজারের মতো মানুষ মারা গেছে।