শ্রীমঙ্গলে কীটনাশক পানে নারী চা শ্রমিকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের চা শ্রমিক মমতা প্রন্ত ভাই (২৫) কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মমতা প্রান্ত ভাই মীর্জাপুর ইউনিয়নের সাইফ চা বাগানের চা শ্রমিক নরেশ প্রন্ত ভাইয়ের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক কলহের জের ধরে মমতা প্রান্ত ভাই কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে পূর্বদিককে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।