পিকের পোস্টারে এবার ট্রানজিস্টর হাতে আনুশকা!
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক ::
সম্পূর্ণ অনাবৃত দেহে শুধুমাত্র একটি ট্রানজিস্টর ধরা অবস্থায় ‘পিকে’র পোস্টারে হাজির হয়ে হই চই ফেলে দিয়েছিলেন আমির খান। এবার আমিরের দেখানো পথে হাঁটবেন সিনেমাটির নায়িকা আনুশকা শর্মাও।
শুরু থেকেই ‘পিকে’র প্রচারে দেখাই যায়নি আনুশকাকে। গুঞ্জন উঠেছিল, আমিরের সামনে হয়ত পাত্তা পাচ্ছেন না আনুশকা। কিন্তু গুঞ্জনের আগুনে পানি ঢেলে এবার সবাইকে চমকে দিয়েছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আনুশকা ঘোষণা দিয়েছেন, শিগগিরই নতুন মোশন পোস্টার নিয়ে আসছেন তিনি। তাও আবার আমিরের মত ট্রানজিস্টর হাতে!
আঠারো সেকেন্ডের একটি ভিডিওতে আনুশকা জানান, আমিরের পর এবার তার পালা ট্রানজিস্টর হাতে নেওয়ার। তবে ইউটিউবে নয়, আরও অভিনব উপায়ে মোশন পোস্টার প্রকাশ করবেন তিনি।
‘জাব তাক হ্যায় জান’ খ্যাত এই অভিনেত্রী জানান, ১৬ই অক্টোবর তার পোস্টারটি বের হবে মোবাইল মেসেজিং সার্ভিস ‘হোয়াটসঅ্যাপ’এ।
তবে আনুশকার পোস্টারটি দেখার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের খুলতে হবে একটি গ্রুপ, যেখানে থাকতে হবে দশ জনের বেশি সদস্য। আনুশকা তার ভিডিওতে দিয়েছেন একটি বিশেষ কোড, যা ব্যবহার করলে তবেই পোস্টারটি দেখতে পারবেন ব্যবহারকারীরা।