দিরাইয়ে শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৯:০৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দিরাইয়ে আল আমিন (৯) নামে এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আল আমিন চরনারচর গ্রামের আকিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, আল আমিনের মা-বাবা কাজের জন্য সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। এ সময় সবার অজান্তে বসত ঘরের আড়ার সঙ্গে মায়ের ব্যবহৃত ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় আল আমিন।
দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে এসে আল আমিনকে ঝুলে থাকতে দেখেন তার মা। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। পরে তারা দিরাই থানার শ্যামারচর নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
শ্যামারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দিরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।