শ্রীমঙ্গলে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৮:৫৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাদগাঁওয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্পণা রানী (৩০) নামে এক নারী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্পণা রানী হবিগঞ্জের বাহুবল এলাকার সুমন দেবের স্ত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদগাঁও এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী অর্পণার মৃত্যু হয়। এসময় আহত হন উভয় বাসের ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নানু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।