গণমাধ্যমে সরকারের উন্নয়নের ব্যাপক প্রচার দরকার — মহসিন আলী
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৮:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
উন্নয়নের ব্যাপক প্রচার দরকার বলে মনে করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
তিনি বলেন, দেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলেই উন্নয়ন হয়। তবে মিডিয়ার মাধ্যমে এর ব্যাপক প্রচার দরকার।
১৫ সেপ্টেম্বর বুধবার ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৪’ উপলক্ষ্যে সবাজসেবা অধিদফতরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে’ গানের দুই চরণ গেয়ে বক্তব্য শুরু করেন মন্ত্রী।
গান শেষে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যারা আসবে তারা যেন দৃষ্টি প্রতিবন্ধী না হয় আল্লাহর কাছে এটাই চাওয়া। দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে আমরা আগামী বছর থেকে দেশে সাদাছড়ি তৈরি করবো।
দেশবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিকলাঙ্গ মানুষকে সেবা দিতে হবে। তবে এজন্য সবার আশীর্বাদ লাগবে।
বিগত সরকারকে উদ্দেশ্য করে মহসিন আলী বলেন, আমরা খাম্বার রাজনীতি করিনা। বর্তমান সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করবে। যারা অসহায় তাদের পাশে দাঁড়াবে।
এ সময় আরো ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব নাছিমা বেগম, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।