প্রতারণার অভিযোগে ২১টি হজ্ব এজেন্সির লাইসেন্স বাতিল
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৭:২৫ পূর্বাহ্ণ
বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ্ব করতে যাওয়া ৫১৭ জন হজ্জ্ব যাত্রী এবার বিপাকে পড়েন এসব এজেন্সির প্রতারণার কারণে।
পূর্বদিক ডেস্ক ::
হজ্ব যাত্রীদের সঙ্গে প্রতারণা এবং অনিয়মের অভিযোগে এবার ২১ টি হজ্ব এজেন্সির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ সরকার।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরি বাবুল হাসান।
তিনি জানান, এসব এজেন্সি হজ্ব যাত্রীদের নিয়ে নানা রকম প্রতারণা করেছে। হজ্ব পালনের জন্য সৌদী আরবে নিয়ে যাওয়া এবং সেখানে থাকার খরচ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করেছে। এ জন্যে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
উল্লেখ্য গত বছরও একই অভিযোগে ২১২টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল সরকার।
বাংলাদেশ থেকে এবার প্রায় এক লাখ মানুষ সৌদী আরবে হজ্ব পালন করতে যান। এদের মধ্যে অনেকেই গেছেন বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায়।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরি বাবুল হাসান জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ্ব করতে যাওয়া ৫১৭ জন হজ্জ্ব যাত্রী এবার বিপাকে পড়েন তাদের এজেন্সির প্রতারণার কারণে। তখন সরকারি ব্যবস্থাপনায় তাদের হজ্জ্ব পালনের ব্যবস্থা করে দেয়া হয়।