হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৬:৩৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের ৯টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির পূর্বদিককে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪৬ জন আসামি রয়েছে। বাকি ১৭ জন নিয়মিতসহ বিভিন্ন মামলার আসামি।
তিনি জানান, হবিগঞ্জ সদর থানা পুলিশ পাঁচজনকে, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ একজনকে, নবীগঞ্জ থানা পুলিশ ১৮ জনকে, মাধবপুর থানা পুলিশ সাতজনকে, বানিয়াচং থানা পুলিশ তিনজনকে, আজমিরীগঞ্জ থানা পুলিশ একজনকে, লাখাই থানা পুলিশ নয়জনকে, চুনারুঘাট থানা পুলিশ ১০ জনকে ও বাহুবল থানা পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে।
মাসুদুর রহমান মনির আরও বলেন, রোববার থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান এক সপ্তাহ চলবে। তবে প্রয়োজন হলে অভিযান আরো এক-দুইদিন বাড়ানো হতে পারে।