এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৬:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
বেলা ৩টার সময় ইতালির মিলান মালপেনসা আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
বৃহস্পতিবার ও শুক্রবার ইতালির মিলানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।
আগামী শনিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।