সিলেটে ওসিসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্রমিক নেতার মামলা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৫:৫৬ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
নির্যাতনের অভিযোগে সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক পরিবহন শ্রমিক নেতা।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে পরিবহন শ্রমিক নেতা মাছুম আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিচারক শাহেদুল করিম মামলাটি আমল নিয়ে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নগর পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, পরিদর্শক (নিরস্ত্র) আলম ও কনস্টেবল তৌহিদ।
অভিযোগে উল্লেখ করা হয়, ২৯ সেপ্টেম্বর রাত ২টায় নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ী বাসা থেকে শ্রমিক নেতা মাছুম আহমদকে ধরে আনে কোতয়ালি থানার পুলিশ। থানা হাজতে আটকে রেখে অভিযুক্তরা ল্যাপটপ চুরির অপবাদ দিয়ে তাকে বেদড়ক মারপিঠ করেন।
এভাবে ১ অক্টোবর পর্যন্ত তিন দিন থানা হাজতে আটক রেখে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের চাপে পড়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পূণরায় নগরীর কোর্ট পয়েন্টে নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. লালা পূর্বদিককে জানান মঙ্গলবার চিকিৎসা শেষে তিনি আদালতে হাজির হয়ে মামলা করেছেন ।