কুলাউড়ায় নিখোঁজের ৪০ দিন পর বৃদ্ধের গলিত লাশ উদ্ধার, আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৪, ৫:৪০ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুরপুর গ্রামে নিখোঁজের ৪০ দিন পর পাশের বাড়ির পায়খানার সেফটি ট্যাংক থেকে আয়ুব আলী (৫৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে সাতটায় কুলাউড়ার মনসুরপুর গ্রামের ওয়াছির আলীর পরিত্যক্ত বাড়ির পায়খানার সেফটি ট্যাংকের ভিতর থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এর নেতৃত্বে একদল পুলিশ গলিত লাশটি উদ্ধার করে।
এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে মৃত আয়ুব আলীর ছেলে জলিল রহমান (২৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর আয়ুব আলী নিখোঁজ হন। এ সময়েই তার স্ত্রী, ধৃত ছেলে এবং প্রবাসী ছেলের বউ ৩ জন মিলে থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত বাড়ির পায়খানার সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্বার করে। লাশটির কংকাল উদ্ধারের সময় এলাকার হাজার হাজার জনতা সেখানে ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আয়ুব আলীর ২ ছেলে ২ মেয়ে। বড় ছেলে প্রবাসে থাকায় তিনি বড় ছেলের পরিবারে থাকতেন এবং ছেলের পরিবারটি দেখভাল করতেন। তার অন্য ২ সন্তান ও স্ত্রী থাকতেন আলাদা বাড়িতে এবং বিবাহিত বড় মেয়ে থাকত শ্বশুর বাড়ি।
কুলাউড়া থানার সহ পরিদর্শক (এসআই) কাজী সাহেদ ঘটনার সতত্য স্বীকার করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পায়খানার সেফটি ট্যাংকের ভিতর থেকে আয়ুব আলী(৫৮) এর লাশ উদ্ধার করে।