নেইমারের ৪ গোলে ছিন্নভিন্ন জাপান
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ১২:৫৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে ছিন্নভিন্ন হয়ে গেছে জাপানের রক্ষণভাগ। বার্সেলোনা তারকার এক হালি গোলে এশিয়ার চ্যাম্পিয়নদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে জয়ের বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। টানা চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নামা ব্রাজিল আক্রমণে যেতে দেরি করেনি। ১৭তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেইমারের নেয়া ফ্রি কিকটা গোলপোস্টে বাধা পায়। তবে পরের মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান বার্সেলোনার এই তারকা।
আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা দিয়েগো তারদেলি মাঝ মাঠের কিছুট সামনে থেকে লম্বা পাস দিয়েছিলেন নেইমারকে। ভালোভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দৌড়ে গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা তারকা।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতো পারতো ব্রাজিলের। বল পায়ে ক্ষীপ্র গতিতে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন নেইমার। দুরূহ কোণ থেকে দারুণ একটা শটও নিয়েছিলেন বিশ্বকাপে চার গোল করা নেইমার। কিন্তু একটুর জন্য শটটা লক্ষভ্রষ্ট হলে বেঁচে যায় এশিয়ার চ্যাম্পিয়নরা।
২৩তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল জাপানও। তবে ইউ কোবায়াশির শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান বাড়ান নেইমার। অফসাইডের ফাঁদ ভেঙে কোতিনিয়োর বাড়ানো বল ধরার পর নেইমারের সামনে ছিল কেবল গোলরক্ষক। দারুণ ফর্মে থাকা নেইমারকে রোখার সাধ্য ছিল না তার। ডান কোনা দিয়ে বল জালে পাঠিয়ে দেন নেইমার।
একটু পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মিরান্দা। তবে তার জোড়ালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানি গোলরক্ষক। ৫৫তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ হারায় জাপান। ডান দিক থেকে ওকাজাকির জোরালো ভলি লাগে বারে।
৫৯তম মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন তিনি। পরক্ষণেই এসে পড়া ডিফেন্ডারদের কাটিয়ে শট নিলেও বল একটুর জন্য জালে ঢোকেনি।
তিন মিনিট পর কোতিনিয়োর বাকানো শটও একটুর জন্য জালে ঢোকেনি। ৬৯তম মিনিটে নেইমারের পাস থেকে তারদেলির বদলি হিসেবে নামা রবিনিয়োর শটও বারের পাশ দিয়ে চলে যায়।
তবে ৭৭তম মিনিটে ঠিকই হ্যাটট্রিক তুলে নেন নেইমার। ডি বক্সের মধ্যে থেকে নেয়া কাকার হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। বল পেয়ে যান কতিনিয়ো। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল পেয়ে যান নেইমার। ওখান থেকে বিনা বাধায় বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি তার।
হ্যটট্রিক পূরণের চার মিনিট পরেই দলের এবং নিজের চতুর্থ গোলটি পেয়ে যান নেইমার। এই গোলটি দারুণ এক দলীয় আক্রমণের ফল। ডি বক্সের বাইরে থেকে রবিনিয়োর সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সের মধ্যে বাঁ দিকে ঢুকে পড়েন কাকা। নেন বাঁ পায়ের দারুণ একটি ক্রস, ছোট ডি বক্সের বাইরে থেকে হেড করে বল জালে পাঠাতে ভুল করেননি নেইমার।
পুরো ম্যাচে দারুণ খেলছেন নেইমার। তার পায়ের জাদুতে বারবার ধোঁকা খেয়েছে জাপানের ডিফেন্ডাররা।