মৌলভীবাজার শহর আল ইসলাহর কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ১২:০৮ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মৌলভীবাজার শহর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সৈয়দ শাহ মোস্তফা (র.) কামিল মাদ্রসা মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শহর আল ইসলাহর সভাপতি মাও. সৈয়দ ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীনের পরিচালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলার জেলা সভাপিত মাও. মুফতি শামসুল ইসলাম।
এছাড়া কাউন্সিলে সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন আল ইসলার জেলা সাধারণ সম্পাদক এম এ আলীম। কমিটি গঠনে বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন জনাব হাফিজ এনামুল হক।
মৌলভীবাজার শহর আল ইসলাহর ২১ সদস্য কমিটিতে সভাপতি মাও. সৈয়দ ইউনুস আলীর ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীনকে এবং সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল হককে করা হয়েছে। এ কমিটি ২০১৫-২০১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।