কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ৭:৫১ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
‘জীবন ব্যাপী সক্ষমতা’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার ১৩ অক্টোবর সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের বাস্তবায়নে এক র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা কৃষি কমকর্তা মো. সামছুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কমকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, পজিপ চেয়ারম্যান মো. জুয়েল আহমদ প্রমুখ।