কমলগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ৭:৪৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে সুরান্দপুর গ্রামে ২ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ১৩ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের তোয়ারিছ মিয়া স্ত্রী ২ সন্তানের জননী গৃহবধু তমিজা বেগম (৩২) নিজ ঘরের আড়ায় শাড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে কমলগঞ্জ থানার সহকারী পরিদর্শক এসআই লিটন পাল নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য লাশটি সোমবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।