কমলগঞ্জে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত : আহত ৪
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ৬:০৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে লুবনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এছাড়া দুই নারী ও এক শিশুসহ ৪জন আহত হয়েছেন। ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনায় অটোরিক্সার যাত্রী মাধবপুর ইউনিয়নের রোহেনা বেগম(২৬) জামাল মিয়া(৩০), মোশাহিদ মিয়া ও শিশু দেলোয়ার(৫) আহত হন।
জানা যায়, গুরুতর আহত গৃহবধূ লুবনাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান। নিহত গৃহবধূ লুবনার বাড়ি উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) বদরুল ইসলাম বলেন, আহতদের মাঝে কেউ মারা গেছে এমন তথ্য জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।