হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার কারেন্ট জাল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ৫:৩৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
হাকালুকি হাওরে বেশ কিছুদিন থেকে এক শ্রেণীর মৎস্যজীবী ও স্থানীয় লোকজন কারেন্ট, কাপড়ি ও মশারি জাল দিয়ে ডিমওয়ালা মাছ নিধন, জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মা মাছ, মাছের রেনু পোনা নির্বিচারে ধরার কারণে মাছের স্বাভাবিক বংশবিস্তার হুমকির মুখে।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল ১৩ অক্টোবর সোমবার ভ্রাম্যমাণ আদালত মৎস্য সংরক্ষণ আইনে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান। উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এনে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, সহকারি উপ পরিদর্শক মহিউদ্দিন প্রমুখ।