হবিগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ১০:২৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় শোভা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। শোভা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের সামসু মিয়ার মেয়ে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুপুরে শোভা জগতপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় হবিগঞ্জগামী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন শোভাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।