না.গঞ্জের ৭ খুন: তারেক সাঈদকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ৮:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় হাজিরার নির্ধারিত দিনে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে না আনায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছে আদালত।
আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন এ নির্দেশ দেন।তিনি জানান, এ মামলায় গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ২১ জনকে সোমবার আদালতে হাজির করা হয়।
কিন্তু তারেক সাঈদকে না আনায় বিচারক কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দিয়ে বাকিদের কারাগারে পাঠাতে বলেন। আগামী ১ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন রাখা হয়েছে বলে পরিদর্শক হাবিবুর রহমান জানান। তিনি জানান, তারেক সাঈদ ছাড়াও অসুস্থ থাকায় র্যাব সদস্য বিল্লাল হোসেনকে এবং রিমান্ডে থাকায় রুহুল আমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি।বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা তিনটি আবেদন করেছি।
মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে কেন আদালতে হাজির করা হয়নি এবং কারাগারে তাকে কেন জামাই আদরে রাখা হয়েছে; নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে এবং কেন অভিযোগপত্র দাখিল করা হচ্ছে না- তার ব্যাখা চাওয়া হয়েছে এসব আবেদন।”
তিনি জানান, তারেক সাঈদের বিষয়ে কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলার পাশাপাশি অন্য দুটি আবেদনের বিষয়ে মামলার পরবর্তী তারিখে আদেশ দেওয়া হবে বলে বিচারক জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী ও চন্দন সরকারের জামাতা বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা হয়েছে র্যাব কর্মকর্তাসহ মোট ২৪ জনকে।অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১২ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৪ জন।