আমেরিকাকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে তুরস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ৮:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস একথা জানিয়েছেন। নতুন এই সমঝোতাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে, বলেছেন রাইস।
বিবিসি বলছে, এই সমঝোতার অংশ হিসেবে দক্ষিণ তুরস্কের ইনকির্লিক বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র।
কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেয়া আইএস’র বিরুদ্ধে জোটগত বিমান হামলায় নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সিরিয়া ও ইরাক উভয়দেশের সঙ্গে তুরস্কের সীমান্ত রয়েছে। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে কোনো স্থল অভিযান পরিচালনার বিষয়টি বাতিল করে দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলকে সুসান বলেন, “সিরিয়ার মধ্যপন্থী বিরোধীদলীয় বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য” যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ও এলাকা ব্যবহার করতে দিতে তুরস্ক সম্প্রতি সম্মত হয়েছে এবং সিরিয়া ও ইরাকের অভ্যন্তরে চালানো তৎপরতায় “অংশগ্রহণ” করার বিষয়ে একমত হয়েছে।
“এগুলো নতুন প্রতিশ্রুতি আর এই বিষয়টিকে আমরা দারুণভাবে স্বাগত জানাই,” বলেন তিনি।
সম্প্রতি আইএস যোদ্ধারা সিরিয়ার সীমান্ত শহর কোবানির দখল নিতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। কুর্দি প্রতিরোধ বাহিনী তাদের ঠেকিয়ে রাখলেও প্রচণ্ড চাপের মুখে রয়েছে। কোবানি হয়ে তুর্কি সীমান্ত অতিক্রম করার একটি পথ রয়েছে।
আইএস’র অগ্রযাত্রার মুখে সীমান্তে নিজেদের সেনা সমাবেশ ঘটালেও জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে উদাসীন ভাব দেখাচ্ছে তুরস্ক। দেশের সংখ্যালঘু কুর্দিদের সঙ্গে দীর্ঘ গৃহযুদ্ধের অভিজ্ঞতাই তুরস্ককে আইএস-কুর্দি লড়াইয়ে কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিস্পৃহ করে রেখেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।