মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ৭:৪১ পূর্বাহ্ণ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজান মিয়াকে (৩৮) ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মৌলভীবাজার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে।
ডেস্ক রিপোর্ট ::
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজান মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
১২ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৭টার দিকে শহরের দরগা মহল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজান সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলার কচুয়া বহর এলাকার উস্তার মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল আলম পূর্বদিককেক বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজান ফেঞ্চুগঞ্জ জেলার কচুয়াবহর এলাকায় ১৯৯৭ সালে একটি যাত্রাগানে কথা কাটাকাটির জের ধরে কচুয়াবহর এলাকার এক যুবকে ছুরিকাঘাতে খুন করে। ওই খুনের মামলায় তার মৃত্যুদণ্ড হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মৌলভীবাজার পুলিশের সহযোগিতায় শহরের দরগা মহলা এলাকা থেকে শাহজানকে গ্রেফতার করে।