কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ, ওপেন হার্ট সার্জারি চলছে
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ৭:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কবি নির্মলেন্দু গুণের ওপেন হার্ট সার্জারি চলছে।
সোমবার দুপুর সোয়া ১২ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে অস্ত্রপ্রচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
সার্জারির তত্ত্বাবধায়নে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তী এবং ডা. লুৎফর রহামান।
নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১ টায় সার্জারি শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা দেরি হয়।
গত শনিবার দুপুরে কবি নির্মলেন্দু গুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বিকেলে ল্যাব এইডে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে।