সিলেটে স্কুল ছাত্রীর ওপর হামলাকারী ছাত্র বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৪, ৭:১৩ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে ছাত্রীর উপর হামলাকারী ছাত্র মো. মোশাররফ হোসেন সাকিবকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।
পরীক্ষার হলে ঢুকে ছাত্রীর উপর হামলার ঘটনায় রোববার দুপুরে নগরীর হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দুপুরে দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরুর ২৫ মিনিট পর বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ২০২ নম্বর কক্ষে এক ছাত্রীর ওপর হামলা চালায় একই বিদ্যালয়ের ছাত্র সাকিব।
নগরীর শিবগঞ্জ সোনারপাড়া নবারুন-২১১/১ বাসার বাসিন্দা মিলাদ হোসেন ও রুখসানা মো. বেগম দম্পতির ছেলে সাকিব (১৬) ওই বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিল।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না সাকিব। তাকে ওই বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশের অনুলিপি সিলেটের জেলা প্রশাসক, এসএমপি পুলিশ কমিশনার, সিলেট শিক্ষাবোর্ডসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সুষ্ঠু বিচার দাবি করে কমিটির সিদ্ধান্তে আরও বলা হয়েছে- ভবিষ্যতে এভাবে অন্য কেউ যাতে অপরাধ করার সাহস না পায় এ জন্য বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র দত্ত, মো. মুহিবুর রহমান চৌধুরী, নুরুন নাহার চৌধুরী, অভিভাবক সদস্য ইসমাইল মাহমুদ সুজন, সোয়েব আহমদ, কুদরত উল্লাহ আলফী, এম এ রকিব মুকুল, ক্ষমা রানী দে ও বিদ্যালয়ের দাতা সদস্য সাজ্জাদুর রহমান সুজ্জাদ।
উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ২টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার হলে ঢুকে ওই ছাত্রীর ওপর হামলা করে সাকিবসহ বখাটেরা। হামলাকারীরা ওই ছাত্রীর কপালে ও গালে ছুরিকাঘাত করে পরীক্ষা কেন্দ্রে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত ছাত্রীর ভাই শাকিবসহ তিন জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।