অবশেষে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ১০:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পবিত্র হজ নিয়ে আপত্তিকর বক্তব্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হন আবদুল লতিফ সিদ্দিকী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সংবিধানের ৫৮ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী আবদুল লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদের নিয়োগের অবসান ঘটানোর জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল লতিফ সিদ্দিকীর নিয়োগের অবসান ঘটানোর নির্দেশ প্রদান করেন। এর ভিত্তিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর পদে অন্য কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এ মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর হাতে থাকবে।