কুলাউড়ায় শ্বশুর বাড়িতে নতুন জামাইয়ের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৯:৫৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় বিয়ের ১৬ দিন পর ওসমান আলী (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃত ওসমান আলী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া গ্রামের জব্বার আলীর ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, ওসমান আলীর সঙ্গে ১৬ দিন আগে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে শিপু বেগম (১৮) এর বিয়ে হয়। কয়েকদিন আগে ওসমান তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান। কিন্তু গত ১১ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে শ্বশুরবাড়ি থেকে ওসমান আলীর পরিবারকে তার মৃত্যুর খবরটি জানানো হয়।
মৃত ওসমান আলীর মা রোশনা বেগম জানান, তার ছেলের বয়স মাত্র ২৫, বড় ধরনের কোনো রোগও নেই।
ওসমান আলীর মামা ছালেক মিয়া অভিযোগ করে জানান, রাতে তার শ্বশুর আব্দুল কাদির অ্যাম্বুলেন্স ভাড়া করে কৌশলে লাশটি রাত ৩টার দিকে হিঙ্গাজিয়ায় পাঠিয়ে দেন।
তিনি আরও জানান, তার চাচা মনাই মিয়া স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়ার সঙ্গে আলোচনা করে রোববার বিকেল ৩ টার দিকে ওসমানের জানাজার সময় নির্ধারণ করে রেখেছেন।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অমল কুমার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওসমান আলীর মৃত্যুর খবর পেলেও তার পরিবার থেকে এখনও কোনো অভিযোগ করেনি।