হবিগঞ্জে দেশিয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৮:৩৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের মাদক ব্যবসায়ী ও ১১ মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে শাইলুকে (৩৪) চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।
১১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাইলু হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক পূর্বদিককে বিষয়টি নিশ্চিত করেছেন।