টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৭:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রোববার ভোর সাড়ে ৫টার দিকে নাফনদীর আড়াই নম্বর স্লুইস গেইট এলাকা থেকে আনুমানিক তিন কোটি টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে শনিবার রাত ১০টার দিকে একই এলাকা থেকে আরো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।