দুদকের মামলায় এমপি বদি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৭:৪৪ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ রোববার সকালে এমপি বদি ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মারুফ হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন দলের এমপি বদির বিরুদ্ধে গত ২১ আগস্ট রাজধানীর রমনা মডেল থানায় মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদির নামে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার অবৈধ সম্পদ রয়েছে। সম্পদ বিবরণীতে তিনি ওই পরিমাণ সম্পদ গোপন করেছিলেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদকে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী মহাজোট সরকারের পাঁচ বছরে বদির আয় বেড়েছে ৩৫১ গুণ। ওই পাঁচ বছরে তিনি আয় করেছেন ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। বার্ষিক আয় সাত কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা এবং বার্ষিক ব্যয় দুই কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা।