আশুগঞ্জে উপকূল এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৭:১১ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তাল শহরে উপকূল এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেল স্টেশনের লোকোশেড ইনচার্জ মহোসিন উদ্দীন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
ট্রেনটি নোয়াখালী থেকে ঢাকা আসছিল। লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধারের কাজ চলছে।