বড়লেখার সুনাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৪, ৬:১৭ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
সুনাই নদী (বিয়ানীবাজার-বড়লেখা) থেকে গতকাল ১১ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে আব্দুল হাসিব (২২) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণভাগ ইউপির গজভাগ গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল হাসিব শ্বশুর বাড়ি বর্ণী ইউনিয়নের নয়াগ্রামে বেড়াতে যান। গত ১০ অক্টোবর রাতে ওই এলাকার কয়েকজন আত্মীয়ের সাথে সুনাই নদীতে মাছ ধরতে যান হাসিব। মাছ ধরা শেষে শ্বশুর বাড়ি ফেরার পথে পানির ঘূর্ণিপাকের মধ্যে পড়ে তলিয়ে যান তিনি। পরের দিন ১১ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে স্থানীয়রা নিহত হাসিবের ভাসমান লাশ দেখে বড়লেখা-বিয়ানীবাজার দুই থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে হাসিবের লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।