২-০ গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৪, ২:১৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
আজ শনিবার সন্ধ্যায় বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াইয়ের শুরু থেকেই ছিল উত্তেজনা।
প্রথম ২০ মিনিটে আর্জেন্টিনার একের পর এক আক্রমণে কোনঠাসা ছিল ব্রাজিল। তবে ম্যাচের ২৮তম মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুলে ব্রাজিলকে এগিয়ে দেন আতলেতিকো মিনেইরোর ফরোয়ার্ড তারদেলি।
গোলের উৎস মিরান্দার ক্রস। আর্জেন্টিনার ডি-বক্সে বল পাঠিয়েছিলেন তিনি। ফেদরিকো ফের্নান্দেস ফের্নান্দেস হেড করে বিপদমুক্ত করতে গিয়ে বল দেন ডি বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা দিয়েগো তারদেলিকে। তার শট ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি সের্হিও রোমেরো।
প্রথমার্ধের শেষ দিকে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। দানিলো বলে পা লাগালেও পড়ে যান আনহেল দি মারিয়া। মেসির পেনাল্টি শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন তারদেলি। কর্নার থেকে আসা বলটিতে মাথা লাগাতে পারেননি দাভিদ লুইস। বল পেয়ে যান অরক্ষিত তারদেলি; খুব কাছ থেকে হেড করে বল পাঠিয়ে দেন জালে।
প্রায় দুই বছর পর সুপার ক্লাসিকোয় মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চোট কাটিয়ে ফিরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। টানা তৃতীয় ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার।